বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্যবৃন্দ সভাপতি থাকতে পারবেন না।স্কুল কলেজ এমনকি ডিগ্রী কলেজেও এ আইন বলবৎ হয়েছে। এটি পুরানো সংবাদ। বর্তমানে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনস্থ যেসব কলেজে সংসদ সদস্য সভাপতি পদে আসীন আছেন, তাদের পরিবর্তে কারা সভপতি হবেন তার একটি নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ ২৭ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, বিভাগীয় পর্যায়ে অবস্থিত কলেজে বিভাগীয় কমিশনার, জেলায় জেলা প্রশাসক এবং উপজেলার কলেজ গুলোকে যেখানে সংসদ সদস্য সভাপতি ছিলেন সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গভানিং বডির সভাপতির দায়িত্ব পালন করবেন।