বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় যে, পটুয়াখালী শহরে কিশোর গ্যাং চক্র সক্রিয়। এরা বিভিন্ন সময়ে মারপিট, ছিনতাই, ইভটিজিং, গ্যাং অপরাধের মত বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। সম্প্রতি চক্রটি পটুয়াখালী সদরের দুই জন ছাত্র মোঃ এনামুল হক মুন্না ও নিবির দাস গুপ্তকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর ভাবে জখম করে যার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় এবং দৈনিক পত্র পত্রিকায় সংবাদটি বহুল প্রকাশিত হয়। এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা রুজু হয়। র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এ সংক্রান্তে ছায়া তদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযানে নামে এবং গত ২৬ জুলাই রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকা পালিয়ে যাবার প্রাক্কালে বরিশাল লঞ্চ ঘাট এলাকা থেকে কিশোর গ্যাং চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম মোঃ সিফাত (২২), মোঃ আরমান (২৪) ও মোঃ রিজন (২২) কে গ্রেফতার করে র্যাব সদস্যরা। পরবর্তীতে আটক তিন জনকে নিয়ে অপর আসামী মোঃ সাইদুর রহমান (২২) এর বাসায় অভিযান চালিয়ে উক্ত হামলায় ব্যবহৃত ০২ টি রামদা, ০১টি ধারালো ছুরি ও একটি লোহার রড উদ্ধার করা হয়। আটকদেরকে আইনের প্রক্রিয়ায় পটুয়াখালী সদর থানায় হস্তান্তর এবং এ সংক্রান্তে পটুয়াখালী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতারে র্যাব-৮ সচেষ্ট আছে এবং র্যাব-৮ এর এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক সিফাত
সদর রোডস্থ মশিউর রহমানা কিসুলর ছেলে, আরমান শিমুলবাগস্থ সাজু সিকদারের ছেলে ও রিজন সবুজবাগের ১ম লেনস্থ খলিলুর রহমানের এবং সাইদুর রহমান চকবাজারের আঃ রাজ্জাকের ছেলে বলে র্যাব জানায়। কিশোর গ্যাং এর উৎপাত
বন্ধে এবং আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পোর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপরি মোঃ ইফতেখারুজ্জামান জানান।