বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
করোনায় আক্রান্ত হয়ে ভোলার লালমোহন উপজেলায় তাহমিনা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে উপজেলা হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
মৃত তাহমিনা বেগম লালমোহন বাজারের চৌধুরী ডেন্টাল ক্লিনিকের চিকিৎসক হাবিবুর রহমান চৌধুরীর স্ত্রী। তাদের বাসা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বর্ণালি সড়কে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান জানান, দুদিন আগে তাহমিনা বেগমকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
ডা. মহসিন খান আরও জানান, এ নিয়ে লালমোহনে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো। করোনা আক্রান্ত হয়েছে ৫২ জন। সুস্থ হয়েছে ৩৬ জন।