বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ৪হাজার ৬২১ পরিবারের ১০ কেজি করে ৪৬.২১০ মেঃ টন ভিজিএফ চাল বিতরন কার্যক্রম শুরু করেছেন মেয়র মহিউদ্দিন আহমেদ।
পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ জানান, এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার পৌরসভার তালিকাভুক্ত ৪,৬২১ জন দরিদ্র মানুষের জন্য ৪৬.২১০ মেঃ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এ বরাদ্দকৃতভিজিএফ চাল সুষ্ঠুভাবে তালিকাভুক্ত ৪,৬২১ দরিদ্র পরিবারের মাঝে বিতরনের জন্য নয়টি ওয়ার্ডে ১২জন কাউন্সিলরকে প্রতি কাউন্সিলরকে ৩.৩০০ মেঃ টন করে ৩০০ জনকে চাল দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার হতে এ চাল বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে।
মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন পৌরসভায় চাহিদার প্রয়োজনের তুলনায় চাল বরাদ্দ কম হয়েছে। বাদপড়া দরিদ্রদের জন্য ব্যক্তিগতভাবে চাল ক্রয় করে বিতরন করা হবে বলে মেয়র জানান। পবিত্র ঈদুল আজহার আগেই সুষ্ঠুভাবে চাল বিতরন সম্পন্ন করার জন্য কাউন্সিলরদেরকে বলা হয়েছে।