বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অফিসের সময় ক্লিনিকে সিজার করার অভিযোগে বাউফল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নূপুর আখতারকে শোকজ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. নূপুর আখতার প্রায় দিনই অফিসের সময় বেসরকারি ক্লিনিকগুলোতে সিজার ও আলট্রাসনোগ্রাম করেন। ঠিকমতো অফিস করেন না। এ কারণে হাসপাতালে আসা রোগীদের ভোগান্তির শিকার হতে হয়। তিনি রোববার বেলা ১১টা ১০ মিনিটের সময় অফিস থেকে বের হয়ে অদূরে বাউফল নিউ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে গিয়ে একটি সিজার অপারেশন করেন। এরপর সেখান থেকে বের হয়ে সেবা ও কথামনি ডায়াগনোস্টিক সেন্টারে গিয়ে আলট্রাসনোগ্রাম করেন। পৌনে ১টার দিকে আবার হাসপাতালে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা তাৎক্ষণিক বিষয়টি অবহিত হয়ে ডা. নূপুর আখতারকে শোকজ করেন। তাকে তিনদিনের মধ্যে ওই শোকজের জবাব দেয়ার জন্য বলা হয়েছে।
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, ‘ডা. নূপুরকে এর আগেও মৌখিকভাবে অনেকবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি কথা শুনেননি। এখন তাকে শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’