বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি,০২ আগস্ট।।
পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক টর্নেডোতে ৫ টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছ। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে একটি মাদ্রাসাসহ ১৩ টি
বসতঘর। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বরিবার শেষ বিকালে উপজেলার বালিয়াতলি ইউনিয়নের বৌদ্ধপাড়া গ্রামে আকস্মিক এ টর্নেডোর ঘটনা ঘটে।
বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, শেষ বিকালে হঠাৎ দমকা হওয়ায় এসব ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং গাছ পালা ভেঙে সড়কে পড়ে সাধারন মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। পরে তিনিসহ স্থানীয় ইউপি সদস্য উপস্থিত হয়ে এসব গাছপালা অপসারন করেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক জানান, টর্নেডোর খবর শুনে ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।