বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৩ আগষ্ট।। পটুয়াখালীর কলাপাড়ায় খাদ্যসামগ্রী নিয়ে বানভাসীদের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয যুবলীগ এ্যাড.শামীম আল সাইফুল সোহাগ। সোমবার দুপুরে উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের বানভাসী মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন। নিজ অর্থায়নে চাউল, ডাল, তেল,লবনসহ খাদ্যসামগ্রী প্রত্যেক পরিবারের হাতে তুলে দেন। এসময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট, যুবলীগ নেতা মো. নাসির উদ্দিন সন্যামত, মো.সিদ্দিকুর রহমান মোল্লা, মো.ফেরদাউস হাওলাদার, মো. লিটনসহ স্থানীয় যুবলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আহবানে নিজামপুরের বানভাসী অসহায় ও নিন্ম আয়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি বিত্তবানদের এসব অসহায় নিন্ম আয়ের মানুষের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।