বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এম,নোমান চৌধুরী, চরফ্যাসন প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে বেপরোয়া গতিতে চালানো হচ্ছে মোটরসাইকেল। ব্যক্তিগত ও ভাড়ায় চালিত মোটরসাইকেলগুলো বেপরোয়া গতিতে চালানোর কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সোমবার ৩ আগষ্ট রাত থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
চরফ্যাশন হাসপাতাল সূত্র জানা গেছে,
আহতরা হচ্ছে– পৌর ৮নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে তাজল (২২), চরকচ্ছপিয়ার আলমের ছেলে শাকিল (২০), পৌর ৯নং ওয়ার্ডের ইউসুফ আলীর ছেলে আঃ মোতালেব (৪০), সিবপুরের সিরাজ মিস্ত্রির ছেলে জুয়েল (২২), চরফ্যাশন পৌর ৩নং ওয়ার্ডের খোকনের ছেলে নারায়ন (৪৫), জিন্নাগড়েরমোঃ সেলিমের ছেলে আনোয়ার (১৬), চরকলমীর নুরু মিয়ার ছেলে শাহ আলম (২২), কুলসুমবাগের মনিরের ছেলে ফিরোজ (১৭), একই এলাকার আবু কালামের ছেলে শাহিন (১৭), ভোলা সদর এলাকার মোঃ বিল্লালের ছেলে অন্তু (২০) ও আছলামপুরের রাশেদের ছেলে রিফাত (১২)।
গুরুতর আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।