বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার/ মুজিব বর্ষ উপলক্ষে আবার নানা কর্মসূচী নিয়ে সক্রিয় হয়েছে শিক্ষা মন্ত্রনালয়। দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ে আমার মুজিব শিরোনামে রচনা ও ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছে। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিযোগিদের। ৬ষ্ঠ থেকে ৮ম ক গ্রুপ, ৯ম থেকে ১০ম খ গ্রুপ, উচ্চ মাধ্যমিক ও সমমান গ গ্রুপ, অনার্স, মাস্টার্স, ডিগ্রী (পাস), কামিল ও ফাযিল ঘ গ্রুপ। প্রতিটি উপজেলা থেকে চারটি গ্রুপের সেরা ৮জনকে পুরুস্কৃত করা হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা ২৫ জন করে ১০০জনকে জাতীয় পর্যায়ে পুরুস্কৃত হবে। আর ছবি আকার শ্রেষ্ট প্রতিযোগি জাতীয় পর্যায়ে নির্বাচিত হবে। ১০০ শব্দের মধ্যে লেখা রচনা এবং A4 সাইজের কাগজে জাতীর জনকের ছবি আগামী ৮ আগস্ট দুপুর ১২টার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিতে হবে।