বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এ এস সিফাত।। বরিশালে চলছে শীতবস্ত্রের জমজমাট বিক্রি। দক্ষিণাঞ্চলে বইছে শীতের হিমেল হাওয়া। তাই সকলে কিনছেন হালকা ও মাঝারি ধরনের শীতের গরম পোশাক। সরোজমিনে ঘুরে দেখা গেছে নগরীর হাজী মোহাম্মাদ মহসিন মার্কেট, সিটি মার্কেট, নতুল্লাবাদ বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল, লঞ্চঘাট, সদর রোডসহ বিভিন্ন স্থানের ফুটপাত ও মার্কেটগুলো ঘুরে দেখা গেছে শীতবস্ত্র বেচা-কেনার তীব্র ভিড়।
ফুটপাতের ব্যবসায়রা জানান, সারা বছরের তুলনায় শীতে ক্রেতাদের একটু বেশি ভিড় থাকে। তাই শীতে একটু বাড়তি ব্যবসা করার সুযোগ পেয়ে থাকি। কাউনিয়ার বাসিন্দা রাতুল জানান, শীতের প্রভাব বেশি পড়ার আগেই এবার শীতের পোশাক কেনার জন্য মার্কেটে এসেছি। ভিড়ের কারণে দোকানে ঢুকতে সমস্যা হচ্ছে। কিছুদিন পরে চাহিদা বেশি হলে পছন্দসয়ী বস্ত্র নাও পেতে পারি তাই আগেই কিনে নিচ্ছি।
সরেজমিনে মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, শীত বস্ত্রের মধ্যে বেশি বিক্রি হচ্ছে জ্যাকেট, ব্লেজার, বাচ্চা ও বয়স্কদের সুয়েটার, জাম্পার, ফুলহাতা গেঞ্জি, মাথার টুপি, পায়ের ও হাতের মোজা, মাপলার ইত্যাদি। মহসিন মার্কেট ও সিটি মার্কেটের কম্বল দোকানগুলোতেও দেখা গেছে প্রচুর ভিড়। শীত বস্ত্রের দোকানে ক্রেতার ভিড় বেড়ে যাওয়ায় সুযোগ বুঝে বিক্রেতারাও অতিরিক্ত দাম নিচ্ছেন বলে অভিযোগ করছে ক্রেতারা।
নিম্নবিত্তরা নগরীর কালেক্টরির পাড়ের ফুটপাত থেকেই কিনছেন শীতের পোশাক। বিক্রেতারা বসেছেন গরম কাপড়ের পসরা সাজিয়ে। এছাড়াও নগরীর আনাচে-কানাচে ঘুরে ভ্যান গাড়িতে করে যারা শীতের পোশাক বিক্রি করছেন তাদের ব্যবসাও জমজমাট। তবে গত বছরের তুলনায় এ বছর শীত বেশি হতে পারে বলেও আশঙ্কা করছেন সাধারণ জনগণ।