বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভোলায় বাংলাদেশ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মোঃ ইছা। ভোলা বোরহানউদ্দিন উপজেলারকুঞ্জের হাট বন্দরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম। সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন মোঃ রাকিব, মোঃ জিহাদ, মোঃ মোকাম্মেল, মোঃ বিল্লাল হোসেন, মোঃ নাইম হোসেন, আলী আসগর, মোঃ ফারুক, মফিজ হাওলাদার প্রমূখ। বক্তরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণী কর্মচারীদের নানা দূরাবস্থার চিত্র তুলে ধরে ঐক্যবদ্ধ হবার প্রতি গুরুত্বারোপ করেন। তৃতীয় শ্রেণী কর্মচারীদের বেতন স্কেল পরিবর্তন এবং কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। সভায় অতি দ্রুত জেলা সম্মেলন করার জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।