বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এম,নোমান চৌধুরী
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:
শেখ ফজিলাতুন্নেছা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন আজ।
বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন৷ বিশেষ অতিথি হিসেবে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নগেন্দ্রনাথ বিশ্বাস, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র সহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷