বরিশাল ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কাউখালীতে অসহায় এক নারী ধর্ষণের স্বীকার হয়েছেন। ধর্ষণের সহোযোগী নেহারুন বেগমকে আটক করেছে পুশিল। জানা গেছে, উপজেলার বাশুরী গ্রামের নেহারুনের বাসায় আশ্রয়দেয়া স্বরুপকাঠী করফা গ্রামের ওমর ফারুকের স্ত্রী শীলামনি (২০) কে স্বামীর সাথে মিমাংশা করে দেবার কথা বলে গত সোমবার রাত ১১টার দিকে একই গ্রামের নবীর উদ্দিনের ছেলে ২ সন্তানের জনক জালাল উদ্দিনের হাতে তুলে দেন। এর এক দিন পূর্বে স্বামী মৌখিক ভাবে তালাক দেয় শীলামনিকে। জালাল স্বামীর সাথে মিমাংশা করার কথা বলে বাড়ীর পাশে নাসির উদ্দিনের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে দুই ঘণ্টা ব্যাপী ধর্ষণ করে। এতে ওই নারীর রক্ত ক্ষরণ হয়ে মূমুর্ষ অবস্থায় সেখানে পড়ে থাকে। পরে এলাকাবাসী উদ্ধার করে কাউখালী হাসপাতলে ভর্তি করে। অবস্থা অবনতি হলে মঙ্গলবার তাকে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কাউখালী থানায় একটি ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।