বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি, সরকারী কলেজের সাবেক ভিপি ও দুমকী উপজেলার লেবুখালী
ইউনিয়নের সাবেক সফল ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ দুলাল ও তার সহধর্মীনি পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর মোসাঃ খাদিজা বাসমিন এবং তাদের দুই সন্তান পটুয়াখালী সরকারী
কলেজের মাস্টাসের্ের শিক্ষার্থী আশিফ মাহমুদ অনিক ও পটুয়াখালী সরকারী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী আনিকা মাহমুদ সুহা করোনা ভাইরাসে আক্রান্ত।
পারিবারি সূত্রে জানাগেছে, মেয়ে আনিকা মাহমুদ সুহা ৩ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালী হাসপাতালে আইসোলেসনে ভর্তি হয়। এ সময় আনিকার মা বাসমিন, বাবা হাসান মাহমুদ দুলাল ও ভাই আশিফ মাহমুদ অনিক নমুনা পরীক্ষায় তাদের সবার রিপোর্ট পজেটিভ আসে। এ অবস্থায় মেয়ে সুহাকে নিয়ে সবাই পটুয়াখালী পৌরসভার ৪
নং ওয়ার্ডের সবুজবাগস্থ বাসায় আইসোলেসনে আছেন। তারা সকলের কাছে দোয়া কামনা করেছেন।
পটুয়াখালী জেলায় ১২ আগস্ট পর্যন্ত নতুন (অদ্য ১২ আগস্ট) ১৮জনসহ মোট আক্রান্ত ১,১৪০জন। সুস্থ হয়েছেন ৮০১জন। পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেসনে আছে ১৯জন, হোম
আইসোলেসনে আছে ২৮৫জন। মৃত্যু হয়েছে ৩৫ জন।