বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১২ আগস্ট।। পটুয়াখালীর কলাপাড়ায় গাছ থেকে পড়ে আব্দুল হামেদ (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার মহিপুর ইউনিয়নের ওয়াপদা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদ সে নিজ বাড়ির সামনে একটি রেইনট্রি গাছে ডাল কাটা ছিলেন। এক পর্যায় অসাবধানতা বশত: প্রায় ৩০ ফিট উপর থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ওসি মো. মরিজ্জামন জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।