বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বান্দরবন সংবাদদাতা /চট্টগ্রামের বান্দরবনে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল মনছুর এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিরল তঞ্চঙ্গ্যা।
সকাল ১০টায় জেলা গ্রন্থাগার হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ আবুল মুনসুর। প্রধান অতিথি ছিলেন বান্দরবন পার্বত্য জেলা পরিষদের সন্মানিত সদস্য সিং ইয়ং স্রো। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রি মার্মা, বান্দরবন ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হকসহ বান্দরবনের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ।
সম্মেলনের শুরুতে সংগঠনের সদস্য মরহুম ফোরকান উদ্দিন মজুমদারের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণীর কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। প্রধান বক্তা তার বক্তব্যে ৩য় শ্রেণী কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। সভার শেষাংশে উপস্থিত সদস্যদের মতামতের উপর ভিত্তি করে মোহাম্মদ আবুল মনছুরকে সভাপতি এবং বিরল তঞ্চঙ্গ্যাকে সাধারণ সম্পাদক করে পুর্নাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়।