বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ॥ নিখোঁজের প্রায় একবছর পর বৃহস্পতিবার দুপুরে যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। জেলার উজিরপুর উপজেলার পূর্ব ওটরা গ্রামের কাজী বাড়ি সংলগ্ন নির্জনস্থানে কঙ্কাল দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালের সাথে জড়িয়ে থাকা জ্যাকেটের পকেটে নিহতের জাতীয় পরিচয়পত্র পেয়ে নিশ্চিত
হয়েছে ওই ব্যক্তি একই গ্রামের হালিম হাওলাদারের পুত্র ও দুই সন্তানের জনক কাওসার হোসেন (৩৫)। উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল হাসান কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত কাওসার হোসেন চলতি বছরের জানুয়ারি মাস থেকে নিখোঁজ ছিলেন। ওসি আরও জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালের সাথে থাকা জ্যাকেটের পকেটে জাতীয় পরিচয়পত্র পেয়ে কঙ্কালের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের স্বজনরাও কাওসারের নিখোঁজের বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে মোবাইলের ভাঙ্গা অংশ, মানিব্যাগসহ বেশ কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন, কাওসারকে হত্যার পর লাশ নির্জনস্থানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি গভীর তদন্তের জন্য সিআইডি’র একটি টিমসহ
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।