কুয়াকাটায় পরিবেশ রক্ষায় টোয়াকের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী - The Barisal

কুয়াকাটায় পরিবেশ রক্ষায় টোয়াকের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী

  • আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২০, ১৯:৩৯
  • 754 বার পঠিত
কুয়াকাটায় পরিবেশ রক্ষায় টোয়াকের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী
সংবাদটি শেয়ার করুন....

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পরিবেশ বাচাঁতে এবং জলবায়ূর প্রভাব থেকে নিজেদের নিরাপদে রাখতে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ট্যুরিজম পার্কে বৃক্ষ রোপণ করা হয়েছে।

বৃক্ষ রোপণে কর্মসূচীতে অংশ নেন টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু, জয়েন্ট সেক্রেটারি নেছার উদ্দিন হাওলাদার, ডিরেক্টর অরগানাইজ আবুল হোসেন রাজু, ডিরেক্টর ফিনান্স আসাদুজ্জামান মিরাজ, ডিরেক্টর ফ্রেড এন্ড ট্রেড কেএম জহির, টোয়াকের ফাউন্ডার মেম্বার ও পর্যটন প্রেমী সাংবাদিক আরিফুর রহমান, সদস্য সোহেল মাহমুদসহ আরও অনেকে।

কুয়াকাটা পর্যটন পার্কে প্রথম বৃক্ষ রোপনের মাধ্যমে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করা হয়। পর্যায় ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি সড়কে বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচী পালন করা হবে। টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে টোয়াক এর উদ্যোগে সপ্তাহ ব্যাপী এই বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। পরিবেশ বাচাঁতে এবং নিজেদের জলবায়ূর প্রভাব থেকে মুক্ত রাখতে বৃক্ষ রোপণের
কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি বলেন।

টোয়াক সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু জানান, বৈশ্বিক জলবায়ূর বিরুপ প্রভাবে কুয়াকাটা সৈকত দিনে দিনে সাগরগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিলীন হয়ে যাচ্ছে সৈকতের পাশে থাকা প্রাকৃতিক সৌন্দর্য। তাই আমরা এমন উদ্যোগে নিয়েছি। সী বিচ এলাকায় বেশি করে গাছ লাগালে আমরা বিভিন্ন দূর্যোগ থেকে রক্ষা পেতে পারি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট