বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৫ আগষ্ট।। নানা কর্মসূচীর মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি। এর পর থানা পুলিশ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা প্রশাসন ও পৌর সভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পৌর শহরের শেখ কামাল স্মৃতি অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ, কলাপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য বিভাগ, কলাপাড়া প্রেসক্লাব, কলাপড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা আওয়ামীলীগ, উপজেলা মহিপুর থানা যুবলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ দিবসটি পালনের লক্ষে পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করে।