বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আজ শুক্রবার ৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তিবাহিনীর কমান্ডার বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদার নেতৃত্বে এবং বিএলএফ’র (মুজিববাহিনী) কমান্ডার হাবিবুল্ল্ধাসঢ়;হ রানা’র পরিচালনায় কলাপাড়া থানা ভবনে পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে ত্রিমুখী আক্রমন করা হয়। দীর্ঘ সাত ঘন্টা যুদ্ধের পর রাত তিনটার দিকে পাক-হানাদাররা আত্মসমর্পন করে। পরদিন ৬ ডিসেম্বর শুক্রবার কলাপাড়া শত্রু মুক্ত হয় বলে বিএলএফ’র (মুজিববাহিনী) কমান্ডার ও দৈনিক সোনালী খবরের যুগ্ন সম্পাদক হাবিবুল্ল্ধাসঢ়;হ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
দিবসটি পালন উপলক্ষে কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রতি বছরের ন্যায় এবার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা। আলোচনা সভা শেষে ’৭৫ এর ১৫ আগষ্টে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭১ এর সকল শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।