বরিশাল ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অপহরণের পাঁচ দিনপর পিরোজপুরের নাজিরপুর থেকে মোজাফফার শেখ (৫০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলার সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রামের (মুলগা) ঢালাই ব্রিজ সংলগ্ন খালের মোহনা ও কালিগঙ্গা নদী সংলগ্ন স্থান থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোজাফপার হোসেন উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্ব যুগিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মুনিরুজ্জামান মুনির জানান, রোববার দুপুরে পিরোজপুর সদর থানা পুলিশ ওই মরদেহটি পাওয়ার তথ্য দেয়। পরে নিহতের স্বজন ও থানা পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।