পটুয়াখালী প্রতিনিধিঃ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে সদর উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে গাছের রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট জাতীয় শোকদিবসের দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসের সামনে উন্নত জাতের মাল্টা গাছের চারা রোপন করেন জেলা প্রশসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরেয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, ইউএনও লতিফা জান্নাতী, উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নাসির উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন, আউদ্দিন, দিলারা আক্তার, এরফান উদ্দিন, মানস দাস ও ডিপ্লোমেসি চাকমা, ভাইস চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান মজুমদার, ভেটেরিনারি সার্জন মো মিজানুর রহমান, বড় বিঘাই ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মজনু মোল্লা, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।