পটুয়াখালী প্রতিনিধিঃ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন উদ্যোগে ও অায়োজনে সদর উপজেলা অফিস কম্পাউন্ডে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, ইউএনও লতিফা জান্নাতী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে অাল জায়েদ হোসেন, অালাউদ্দিন, দিলারা অাক্তার, এরফান উদ্দিন, মানস দাস ও ডিপ্লোমেসি চাকমা, ভাইস চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, বড়বিঘাই ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মজনু মোল্লা প্রমুখ।
পরে কলাতলা বাজারস্থ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পটুয়াখালী অাঞ্চলিক কার্যালয়ে ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ অাব্দুর রহমান, এর সভাপতিত্বে অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জীবনীর উপর অালোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিন। অারো অালোচনা করেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সিনিয়র সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, রবীন্দ্রনাথ চ্যাটার্জী, মোঃ এনায়েত হোসেন, মোঃ অালাউদ্দিন প্রমুখ। সভায় সমিতির সুবিধাভোগীদের মাঝে ২,৩০০ গাছের চারা বিতরন করেন প্রধান অতিথি মোঃ হেমায়েত উদ্দিন।