বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চরফ্যাসন প্রতিনিধি ।।
ভোলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যান দুর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার ১৭ আগস্ট দুপুরে
চরফ্যাশন টু ভোলা মহাসড়কের জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগিতায় আহত ওই তিনজনকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়৷
চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ জাফর কে মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি লালমোহনের (গজারিয়া) ৭নং চর উমেদ ইউনিয়নে ৷ আহত দু’জন একই এলাকার মোঃ আবুল কাশেম (৬৫) ও মোঃ তুহিন (২৫)।
চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
নিহত যুবকের সুরতহাল রিপোর্ট নেয়া হয়েছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।