বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালীর যৌথ উদ্যোগে গত দুইদিনে পটুয়াখালী সদর ও আমতলী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার দায়ে ৪টি ফার্মেসী দোকানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। ১৮ আগস্ট দুপুরে সদর থানার হেতালিয়া বাঁধঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং পন্যের উপর মেয়াদ উত্তীর্ণ এর তারিখ না থাকার অপরাধে মেসার্স সিকদার ফার্মেসীর মোঃ সাইফুর রহমান (৪২)কে ৪,০০০ টাকা, নিউ রাফি ফার্মেসী মোঃ সাইফুল ইসলাম (৩৫)কে ৬০০০ টাকাসহ সর্বমোট ১০,০০ টাকা জরিমানা প্রদান করা হয়। এ ছাড়া ১৭ আগস্ট সোমবার র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংক্ষন অধিদপ্তরের যৌথ নেতৃত্বে আমতলী থানার একই অভিযোগে আল আমিন ষ্টোর এর মালিক মোঃ
আপন শিকদার (৩৫)কে ৫,০০০ টাকা এবং ভাই ভাই পোল্ট্রি ফিড এর মালিক মোঃ নাসির গাজী (৪৫)কে ৫,০০০ টাকা সহ সর্বমোট ১০,০০০ টাকা
জরিমানা প্রদান করা হয়।
উক্ত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক উক্ত অর্থদন্ড প্রদান করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান সাংবাদিকদের জানান।