বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালীর যৌথ উদ্যোগে অবৈধ প্রক্রিয়ায় ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন করার দায়ে এক দোকানীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ১৯ আগস্ট বুধবার দুপুর আনুমানিক দেড়টার সময় পটুয়াখালী জেলার সদর থানার বদরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য ও পন্য দ্রব্য উৎপাদন করার অপরাধে মোঃ মিজানুর রহমান মৃধা (৪০)কে , ১৬০০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক উক্ত অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মোঃ মিজানুর রহমান সদর উপজেলার তেলীখালী এলাকার মো: আঃ রহমান মৃধার ছেলে বলে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান জানান।