বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। আগামীকাল সারাদেশে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। যুবদল সভাপতি সাইফুল আলম নীরব মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা আজ এবং গতকাল ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল করেছি। আগামীকাল শনিবার সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভের কর্মসূচি দিয়েছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন না হওয়ায় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর নেতৃত্বে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ করে যুবদল।