বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভোলা প্রতিনিধি ॥ ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হাওয়ার দুদিন পর আলী আজগর (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানী পুর ইউনিয়নের বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, দৌলতখান উপজেলার ২ নম্বর ওয়ার্ডে মেঘনা নদীর পাড়েই জেলে আলমগীর তার পরিবার নিয়ে বসবাস করছে। গত সোমবার আলমগীরের দুই ছেলে নদী পাড়ে খেলছিল।
এক পর্যায়ে আলী আজগর নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার জেলেরা তার ভাসমান লাশ উদ্ধার করে। পরে শিশুটির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।