বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মোঃ মিজানুর রহমান জুয়েলা, ভোলা মনপুরা প্রতিনিধি ঃ ভোলার মনপুরায় নন এমপিও ভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে করোনা কালিন প্রোদনা দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মিসেস সেলিনা আক্তার চৌধুরী।
২০শে আগষ্ট রোজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ উপজেলা হল রুমে এই প্রোদনা দেওয়া হয়।
মনপুরায় ১৯টি প্রতিষ্ঠানের ৯৬ জন শিক্ষক প্রত্যকে কে ৫০০০ হাজার টাকা করে এই অনুদান দেওয়া হয়।
প্রথমে স্বাগত বক্তব্য দেন মনপুরা উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আঃ ছালাম। বক্তব্যে তিনি অবহেলিত স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষিকাদের জীবনের করুন ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি একে এম শাহাজাহান মিয়া। তিনি বক্তব্যে তুলে ধরেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রতিষ্ঠা কালিন ও বর্তমান অবস্থান। তিনি আশা প্রকাশ করেন যে, শেখ হাসিনা সরকার, শিক্ষাবান্ধব সরকার। এই অনুদানের মাধ্যমে সরকারের সুনজরে আসবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মিসেস সেলিনা আক্তার চৌধুরী, তিনি বলেন শেখ হাসিনা সরকার, মানবতার সরকার।
ইসলামি ফাউন্ডেশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ফাউন্ডেশন। কাওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি স্বরুপ কাওমি জননী উপাধি ভূষিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি আশা প্রকাশ করেন কাওমি মাদ্রাসার মতই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে একদিন স্বীকৃতি দিবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীগন।