বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাউফল প্রতিনিধি /
পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন রক্ষা বেড়ি বাঁধ না থাকায় তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর পানি প্রবল বর্ষণ ও অম্যবস্যার জোঁয়ের পানিতে লক্ষাধিক মানুষ পানিতে ঘর বন্দি হয়ে পড়েছে । স্বাভাবিক জোঁয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে । কাঁচা ,পাকা রাস্তায় উপচে পানি ঢুকে পড়েছে ঘর বাড়ি ফসলি জমিতে । ফলে এসব ইউনিয়নের বসবাসকারি মানুষ গবাদিপশু নিয়ে দুর্বিসহ জীবন কাটাচ্ছে এলাকাবাসি।
জানাগেছে, উপজেলার ধুলিয়া, কেশবপুর ,চন্দ্রদ্বীপ,কনকদিয়া,কাছিপাড়া,বগা, নাজিরপুর এ সাতটি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে,তেঁতুলিয়া ও লোহালিয়া নদী । আর এ নদীর পাশের ইউনিয়নের গ্রাম রক্ষায় কোন বেড়িবাঁধ নিমার্ণ করা হয়নি । এ কারণে নদীতে স্বাভাবিক জোঁয়ার হলে প্লাবিত হয় এসব ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম, ঘর বন্দি হয়ে পড়ে লক্ষাধিক মানুষ । তলিয়ে গেছে কৃষকের আমন বীজতলা,কাচা ,পাকা সড়ক,কাচা, ঘরবাড়ি,গাছপালা । জোঁয়ারের প্রভাবে প্লাবিত হয়েছে নিন্মাঞ্চল,বাউফল ঢাকা বরিশাল রুটের বগা নদীর ফেরির গ্যাংওয়ে ডুবে গেছে । এ রুটে চলাচলকারি যাত্রীবাহি বাস,ট্রাক, আটকে গেছে । ধুলিয়া,কেশবপুর,কনকদিয়া,চন্দ্রদ্বীপ,কাছিপাড়া,বগা, নাজির পুর ইউনিয়নের প্রায় ৫০ টি গ্রামের বসবাসকারি অর্ধলাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে । ধুলিয়ার হুমায়ুন দেওয়ান বলেন নদীভাঙ্গনে সহায় সম্বল হারিয়ে একখন্ড ফসলি জমি কিনে বসবাস করলেও গতদুদিন ধরে তেঁতুলিয়ার জোঁয়ারের পানি ও বৃষ্টির পানিতে তার বসতঘরটি তলিয়ে গেছে । গবাদিপশূ ও পরিবার নিয়ে সাইক্লোন সেল্টারে আশ্রয় নিয়েছে । তিনি বলেন, তাদের বেরিবাধ না থাকায় বষার্ মৌসুমে জোঁয়ারের পানিতে ভাসে । ধুলিয়া ও কাছিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আনিচুররহমান রব এবং রফিকুল ইসলাম তালুকদার বলেন, একদিকে নদী ভাঙছে, অন্যদিকে জোঁয়ারের পানি উঠে তলিয়ে যাচ্ছে গ্রামগুলো নষ্ট হচ্ছে ঘর,বাড়ি, আধাপাকা,কাচা সড়ক । বেরি বাঁধ হলে তাদের ইউনিয়নের শতশত লোক রক্ষা পাবে । চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান আলকাছ জানায়, তার ইউনিয়নটি চর নিয়ে গঠিত । জোঁয়ার হলে ভাসে আর ভাটায় শুকায় ।
এ বিষয়ে বাউফল উপজেলা নিবার্হী অফিসার জাকির হোসেন বলেন, স্থায়ি সমস্যা সমাধানের জন্যে প্রয়োজন বেঁরিবাধ তাহলে ইউনিয়নের মানুষ গবাদিপশূ গাছপালা রক্ষা পাবে । বাউফল উপজেলা উপসহকারি প্রকৌশলী আব্বাস জানায়, এ বণ্যায় বেশ কিছু কাচা পাকা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে প্রবল বর্ষণ ও জোঁয়ারের পানিতে । তবে ক্ষয়ক্ষতির নিরুপণ করে সংস্খারের জন্যে কতর্ৃপক্ষকে অবহিত করা হবে ।