বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নিখোঁজ হওয়ার চারদিন পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জিহাদ (৯) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনীর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
জিহাদ ওই ইউনিয়নের নয়াভাঙ্গুনী গ্রামের ফেরদৌস মুন্সির ছেলে এবং দক্ষিণ ফুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
পরিবার জানায়, গত মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জিহাদ। পরে অনেক খোঁজাখুজির পরও তাকে না পাওয়ায় বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শুক্রবার সকাল ১০ টার দিকে বাড়ির পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া নয়াভাঙ্গুনীর খালে ভাসমান অবস্থায় জিহাদের লাশ দেখতে পায় স্থানীয় কয়েকজন।
খবর পেয়ে পরিবারের লোকজন ছুঁটে গিয়ে লাশ শনাক্ত করেন। দুপুরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।