পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া ওয়ারিস সার্টিফিকেট দিয়ে হয়রানীর অভিযোগ - The Barisal

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া ওয়ারিস সার্টিফিকেট দিয়ে হয়রানীর অভিযোগ

  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২০, ১৭:৫৯
  • 907 বার পঠিত
পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া ওয়ারিস সার্টিফিকেট দিয়ে হয়রানীর অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানকে ঘুষ না দেয়ায় জমি সংক্রান্ত ঘটনায় ভুয়া ওয়ারিস সার্টিফিকেট দিয়ে এক পরিবারকে হয়রানী করার এক অভিযোগ উঠেছে। দীর্ঘ ৯ বছর ন্যয় বিচারের আশায় জেলা-উপজেলা প্রশাসন ও আদালতের দ্বারস্ত হয়েও প্রতিকার পায়নি ভুক্তভোগীরা। সর্বশেষ ২২ আগষ্ট শনিবার পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলে ধরেন ওই উপজেলার বাসিন্দা মৃত ইয়াছিন কাজীর ওয়ারিশগণের পক্ষে শাহ আলম হাওলাদার।

 

অভিযোগে বলা হয়-২০১১ সালে জবেদ আলী কাজী, পিতা ইয়াসিন কাজীকে দখলদার দেখিয়ে এবং ও ভুয়া পর্চা দিয়ে তৎকালিন কলাপাড়ার নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক খানের কাছে ওয়ারিস সার্টিফিকেটের দাবী করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা জেলা প্রশাসনের কাছ থেকে মুল পর্চা সংগ্রহ করে ইউনিয়ন পরিষদের জমা দিলে তৎকালিন চেয়ারম্যান অভিযোগ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে রক্ষিত সকল নথিপত্র গায়েব করেন। পরক্ষনে রাজ্জাক সিকাদার পূন তদন্তের দাবী জানালে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য সালাম মোল্লা ও ফজলুল করিমকে তদন্তের জন্য দায়িত্ব ন্যস্ত করেন।

 

ওই তদন্তে ইয়াসিন কাজী ও তার ছেলে জবেদ আলী কাজী উক্ত ইউনিয়নে ইয়াসিন ও তার ছেলে জবেদ আলী বাসিন্দা নয় ও ওই ইউনিয়নে মৃত্যু বরনও করেনি, তারা বরিশাল হিজলার বাসিন্দা উল্লেখ প্রতিবেদন দাখিল করেন। এঘটনায় ক্ষুব্ধ হয়ে রাজ্জাক সিকদার পূনরায় আবেদন করলে ইউপি সদস্য ফজলুল করিম ও সালাম মোল্লা তৃতীয় দফায় তদন্ত প্রতিবেদনে জবেদ ইয়াসিন কাজী ও তার ছেলে জবেদ আলীকে নীলগঞ্জের বাসিন্দা দেখায়।

 

ভুক্তভোগীরা বলেন-১৯৬১ পূর্বে মুসলীম পারিপারিক আইনানুযায়ী পিতা জীবিত থাকাকালিন ছেলে মারা গেলে ওই ছেলে
ওয়ারিসগন দাদার সম্পাত্তিতে উত্তরাধিকারী হয় না। সে ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান প্রতিপক্ষের দ্বারা আর্থিক সুবিদা নিয়ে জবেদ আলীকে তার পিতা ইয়াসিন কাজীর ওয়ারিস উল্লেখ করেন। প্রকৃতপক্ষে পিতা ইয়াসিন কাজীর মৃত্যুর পূর্বে ছেলে জবেদ আলী মারা যাওয়ায় জবেদ আলী পিতার সম্পত্তিতে কোন ওয়ারিশ নন।

 

এ ঘটনায় ভুক্তভোগী ইয়াসিনের ওয়ারিম মোঃ রেজাউল করিম ঢালি ত্রুটিপূর্ন ওয়ারিসের সংশোধন চেয়ে চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান বিশ লাখ টাকা দাবী করেন। এ দাবীকৃত টাকা না নিয়ে সহায়তার জন্য চেয়ারম্যানের কাছে গেলে হুমকী-ধামকী দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেয় এবং লাঞ্ছনার শিকার হতে হয় তাদের। পরে তৎকালিন জেলা প্রশাসকের কাছে আবেদন করলে জেলা প্রশাসক কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা নিতে বলেন। তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়।

 

ইউএনও এর প্রতিবেদনে বলা হয় ইয়াসিন কাজীর ছেলে জবেদ আলী পিতার পূর্বে মারা যাওয়ায় ইয়াসিন কাজীর লোকান্তরে ওয়ারিশ বহাল থাকেন তার একক পূত্র সেরাজুল হক কাজী। ইউএনও এর প্রতিবেদনের আলোকে নীলগঞ্জের ইউপি চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়নে উল্লেখ করেন- খোশাল কাজীর ছেলে ইয়াসিন কাজী তার ছেলে জবেদ আলী কাজী নীলগেঞ্জর বাসিন্দা নয় এবং মারাও যায়নি।

এদিকে বরিশালের হিজলা উপজেলার পাচ নং হিজলা গৌরবদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম কর্তৃক প্রদত্ত প্রতিবেদনে লিখেছেন খোশাল কাজীর ছেলে ইয়াসিন কাজীর লোকান্তরে তার স্থাবরও অস্থাবর সম্পত্তির মালিক হয় তার একক ছেলে সেরাজুল হক কাজী। এ প্রসঙ্গে নীলগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান বলেন-প্রথম তদন্তে অসঙ্গতি ছিল তাই পূনরায় তদন্ত হয়েছে। ২০ লাখ টাকার অভিযোগ সম্পূর্ন মিথ্যা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট