চরফ্যাশন হাসপাতালে শিশু ধর্ষনের চেষ্টা, আটক-২ - The Barisal

চরফ্যাশন হাসপাতালে শিশু ধর্ষনের চেষ্টা, আটক-২

  • আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২০, ০৪:১৭
  • 767 বার পঠিত
চরফ্যাশন হাসপাতালে শিশু ধর্ষনের চেষ্টা, আটক-২
সংবাদটি শেয়ার করুন....

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধিঃ
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত বিভাগে রোগীর স্বজনের ৯ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় চরফ্যাশন সদর থানা পুলিশ দুইজনকে আটক করেছেন।

পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৫টায় হাসপাতাল সংলগ্ন মেডিনোভা ফার্মিসীর কর্মচারী ও রোগী ধরার দালাল আসলামপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের জামালের ছেলে রিপন (২৮) ও আল-মদিনা ফার্মেসীর কর্মচারী ও রোগী ধরার দালাল চর-আফজাল ১নং ওয়ার্ডের আব্দুল করিমের ছেলে তামিম মিলে হাসপাতালের ৪র্থ তলা থেকে ওই শিশুটিকে জোর পূর্বক মুখ চেপে ৫ম তলার নির্জন স্থানে ফ্লোরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।

এসময় ওই শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে লম্পট দুইজনকে আটক করে। পরে স্থানীয় দুই ফার্মেসির মালিক মঞ্জু ও আব্দুর রবের নেতৃত্বে ৪০ হাজার টাকায় রফাদফা করে দুইজনের একজন ২০ হাজার নিয়ে তামিমকে ছেড়ে দেয়।

আর একজনকে আটক রাখে। বিষয়টি স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডাক্তার শোভন কুমার বসাককে অবগত করেন।

এসময় তিনি থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ লম্পট রিপনকে রাত সাড়ে ৮টায় আটক করে থানায় নিয়ে আসে। এবং ২০হাজার টাকায় রফাদফায় ছেড়ে দেওয়া তামিম (২১) কে ধরার জন্য অভিযান চালিয়ে রাত ১১টায় এসআই নাজমুলের নেতৃত্বে ফোর্স নিয়ে তাকে আটক করা হয়।

এছাড়াও অর্থ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে রাব্বী (২২) ও তামিমের বড় ভাই নেওয়াজ (২৫)কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এ ঘটনায় ওই শিশুটির খালু ফজলুর রহমান বলেন, ওই শিশুটি বাসা থেকে খাবার নিয়ে চিকিৎসাধীন খালাত বোন শারমিন (২২) কে দেখতে আসে।
শনিবার বিকাল সাড়ে ৫টায় এঘটনা ঘটে। আমরা বিষয়টির সঠিক বিচার দাবী করছি।

চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া জানান, টিএসও এর অভিযোগের ভিত্তিতে রিপনকে রাত সাড়ে ৮টায় ও তামিমকে ১১টায় আটক করা হয়।রবিবার বেলা সাড়ে ১১টার সময় শিশুটি বাদী হয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ১৬। দুই আসামীকে রবিবার ১২টার সময় আদালতে সোপর্দ করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট