বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার লোহালিয়া নদীর উপর নির্মানাধীন ১৪টি স্প্যান বিশিস্ট ৫৭৬.২৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার র্রীজের অসমাপ্ত নিমার্ান কাজ বর্ধিত সময় ২০২১ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট ঠিকাদারকে তাগিদ দিলেন পরির্দশনে আসা সরকারের সচিব পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য মোঃ জাকির হোসেন আকন্দ।
গতকাল ২৩ আগস্ট রবিবার সকাল ১১ টায় পটুয়াখালী পৌরসভা সংলগ্ন লোহালিয়া নদীর উপর নির্মানাধীনর্ পিসি গার্ডার র্রীজের অসমাপ্ত নিমার্ান কাজ পরির্দশন কালে সরকারের সচিব পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য মোঃ জাকির হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, লোহালিয়া নদীর উপর নির্মানাধীনর্ পিসি গার্ডার সেতু নির্মানের কাজ নির্ধারিত সময় চলতি বছরের ডিসেম্বর মাসে কাজ সম্পন্ন করার সময় বেধেঁ দেয়া হয়েছিল কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ ও একর পর এক ঝড় বন্যার কারনে তা সম্ভব না হওয়ায় ব্রীজের নির্মান কাজ সম্পন্ন করার জন্য ২০২১ সালের জুন মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বার্ধত এ সময়ের মধ্যে ব্রীজের নির্মান কাজ শেষ করার জন্য নির্মান ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নবারুন ট্রেডার্স এন্ড আবুল কালাম আজাদ এর স্বত্ত্বাধিকারী ঠিকাদারকে বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাস (শিক্ষা ও আইসিটি) জি.এম সরফরাজ, এলজিইডি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুস সালাম, সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী মোঃ মইনুল ইসলাম প্রমুখ। এর আগে সচিব জাকির হোসেন আকন্দ মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে এলজিইডি পটুয়াখালী ভবনের সামনে বকুল ফুলের চারা রোপন করেন।
উল্লেখ্য, উক্ত ব্রীজটি নির্মানে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা। চুক্তি মূল্য ৪৭.১৯ কোটি টাকা। এ ব্রীজটি নির্মান হলে জেলার বাউফল উপজেলা, দশমিনা উপজেলা, গলাচিপা উপজেলা এবং ভোলা জেলার সাথে সড়ক যোগাযোগ সহজ হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান এ সব এলাকার মানুষ।