বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেল থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে র্যাব-১৫। এ সময় দুজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব ১৫-এর ইনচার্জ আজিম আহমেদ।
র্যাবের দাবি, এটি কক্সবাজার এলাকার সর্ববৃহৎ ইয়াবার চালান।
র্যাব সূত্র জানায়, গত কিছু দিন আগে বঙ্গোপসাগর দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে দেশে প্রবেশের খবর আসে
এর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে।
তবে কখন এ অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।