চরফ্যাশনে ফেইক ফেইসবুক আইডির ছড়াছড়ি।প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ - The Barisal

চরফ্যাশনে ফেইক ফেইসবুক আইডির ছড়াছড়ি।প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ

  • আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২০, ০৬:৩৩
  • 781 বার পঠিত
চরফ্যাশনে ফেইক ফেইসবুক আইডির ছড়াছড়ি।প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ
সংবাদটি শেয়ার করুন....

এম,নোমান চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি।। সাম্প্রতি চরফ্যাসনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ফেক আইডি অকল্পনীয় ভাবে বেড়ে গেছে। প্রকৃত ফেসবুক ব্যবহারকারী ও সাধারণ মানুষের সামাজিক, আর্থিক, রাজনৈতিক এমনকি ব্যক্তি ইমেজ নষ্ট করতে, একটি চক্র তিন ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছেন। কারো ছবি দিয়ে তার নামে ফেক আইডি খোলা, প্রকৃত ফেইসবুক আইডি হ্যাক করা ও বেনামে ফেসবুক আইডি খুলে গুজব, অপপ্রচার, ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পোস্ট করতে দেখা যায়।

অনুসন্ধানে দেখা যায়, চরফ্যাসন পৌর যুবলীগের সভাপতি হাজী শহীদুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিভাস কান্তি রায়সহ এমন অসংখ্য গণ্যমান্য ব্যক্তিদের ছবি ও নাম ব্যবহার করে আরেকটি ফেক আইডি খোলা হয়েছে।

অন্যদিকে দেখা যায়, চরফ্যাসনের কেল্লা, চরফ্যাসন জেলা চাই, চরফ্যাসনের জনগণ, নুরাবাদের কাশেম টিভি, চরফ্যাসনের কথা বা ছেলেরা সুন্দর মেয়েদের ছবি দিয়ে শেফালি আক্তার, রুপালি আক্তার, সালমা আক্তার, বিউটি আক্তার, খালেদা আক্তার, সেলিনা অক্তার, এ ছাড়াও নীল কষ্ট, হৃদয় ভাঙা মন, মন মানে না, এমন বেনামে অসংখ্য ফেসবুক আইডি খোলা হয়েছে। এ ধরনের আইডি থেকে প্রতিদিনই কেউ না কেউ প্রতারিত হচ্ছেন। ফেসবুকে ফেক আইডি রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠছে চরফ্যাসনে। সামাজিক যোগাযোগ মাধ্যম কে এখন ভয়ঙ্কর ফাঁদের মাধ্যম হিসেবে ব্যবহার করছে অপরাধীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক চরফ্যাসন পৌরসভার এইচএসসি অধ্যায়নরত শিক্ষার্থী জানান, ফেসবুকে পরিচয় থেকে বন্ধু, অতঃপর প্রেম, কিছুদিন ফোনে কথা বলার পর, দেখা করার সিদ্ধান্ত হল। গিয়ে দেখি ফেসবুক প্রোফাইলের ছবি আর ছেলেটা এক নয়। দুই সপ্তাহ পর শুনলাম সে বিবাহিত। তারপর থেকে আমি যোগাযোগ বন্ধ করে দেই। কিন্তু বিভিন্ন উপায়ে আমার নিকট মেসেজ পাঠিয়েছে, যোগাযোগ না রাখলে সেদিনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ছেড়ে দিবে। আমি এখন কি করবো?

ভুক্তভোগীরা লোকলজ্জায় আইনের সহায়তা নিতে চায় না। আবার কেউ নিজের আইডি থেকেই প্রতিবাদ জানাচ্ছেন। কেউবা থানায় জিডি করেছেন। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি ফেসবুক কর্তৃপক্ষ এ ধরনের আইডি বন্ধ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট