বরিশাল ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পিরোজপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে মাঝে বন্ধুর ঘুষিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার রাজারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র রাজ্জাক মাঝি (১৩) ইউনিয়নের রাজারকাঠী গ্রামের নয়ন মাঝির ছেলে ও ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের মামা ইলিয়াস মাঝি জানান, সকালে রাজ্জাক ফুটবল খেলার জন্য বল নিয়ে রাজ্জাক দক্ষিণ রাজারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায়। সেখানে ফুটবল খেলা নিয়ে তর্ক-বির্তক হলে স্থানীয় মৃত ফোরকান হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার স্কুল ছাত্র রাজ্জাককে ঘুষি মারে। এ সময় রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেন জানান, ওই স্কুল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজ্জাক বন্ধুদের সাথে ফুটবল খেলছিলো। এ সময় খেলা নিয়ে নিজেদের সাথে কথা-কাটাকাটির হয়। এক পর্যায় রাজ্জাক মাঝি তার বন্ধু মেহেদি হাসানকে গালাগালি দেয়। এ নিয়ে মেহেদি তাকে একটি ঘুষি দেয়। এতে সে মাটিতে পড়ে যায়। এ সময় তাকে অন্যরা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।