বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চলতি বছরে হচ্ছে না জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্যটি জানান শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
এরআগে পঞ্চম শ্রেনির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষাও বাতিল করা হয়। করোনার সংক্রমণ ঠেকাতে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এই বন্ধ কয়েক ধাপে বাড়িয়ে করা হয়েছে ৩রা অক্টোবর পর্যন্ত। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলেও বাড়ানো হয়নি কওমী মাদ্রাসার ছুটি। ৬ শর্তে খুলে দেয়া হয়েছে কওমী মাদ্রাসাগুলো।