বরিশালে ট্রিপল মার্ডারে গ্রেপ্তার ১ - The Barisal

বরিশালে ট্রিপল মার্ডারে গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ০৮:১৩
  • 782 বার পঠিত
বরিশালে ট্রিপল মার্ডারে গ্রেপ্তার ১
সংবাদটি শেয়ার করুন....

বানারীপাড়ায় ট্রিপল মার্ডারে সন্দেহ ভাজন আসামি জাকির হোসেনকে আটক করেছে পুলিশ । জাকির ঝালকাঠির পূর্ব রায়পুরের চুন্নু হাওলাদারের ছেলে। এরই মধ্যে র‌্যাব, থানা পুলিশ, পিবিআই, সিআইডিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট তদন্তে নেমেছে। পাশাপাশি বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ এহসানউল্ল্যাহ, জেলা পুলিশের সুপার সাইফুল ইসলাম-বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রকিবসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
পরিদর্শনকালে মৃতদের পরিবারের স্বজনদের সাথে কথা বলে পুরো ঘটনা হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। যার সতত্যা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব।
উল্লেখ্য শনিবার সকালে সলিয়াবাকপুরের হাওলাদার বা‌ড়ি এলাকার আব্দুর রবের বাড়ি থেকে তার মা ম‌রিয়ম বেগম (৭০), মে‌জ বো‌ন মমতাজ বেগমের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শ‌ফিকুল আলম (৬০) ও খালাতো ভাই মো. ইউসুফ (২২) এর মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক কুয়েত প্রবাসী আঃ রবের স্ত্রী মিশরাত জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে যে যার মতো খাবার খেয়ে শুতে যান। ওইসময় ঘরে তিনিসহ তার দুই শিশু সন্তান নুরজাহান (৪), ইশফাত (৯), দেবর হারুন অর রশিদের মেয়ে আছিয়া ওরফে আফিয়া, শাশুড়ি মরিয়ম বেগম (৭০), ননদ মমতাজের স্বামী শফিকুল আলম(৬০) ও শাশুড়ির বোনের ছেলে (দেবর) ইউসুফ ছিলেন। এরপর ভোরে ফজরের আযানের পর আফিয়ার চিৎকারের শব্দে সবাই ঘুম থেকে ওঠেন।

নিহত ম‌রিয়ম বেগমের নাত‌নি আ‌ছিয়া ওরফে আফিয়া বলেন, ভোরে ফজরের নামা‌জ পড়ার জন্য ঘুম থেকে উঠে দাদিকে ওঠানে যান। তখন দেখি দাদির রুমের বারান্দার দরজা খোলা এবং তার নিথর দেহ বারান্দায় পরে রয়েছে। এরপর চিৎকার দিলে বাড়ির সবাই আসেন কিন্তু ফুপা শফিকুল আলম ও চাচা ইউসুফকে দেখতে না পেয়ে তাদের খুজতে থাকি। তখন ঘরের অন্য একটি কক্ষে যেখানে ফুপা ঘুমাচ্ছিলেন, সেখানে গিয়ে তার মাথার অংশ খাটের বাহিরে দেখে সন্দেহ হয়। ডাকাডাকি করলেও তিনিও কোন সারাশব্দ করেননি। পরে চাচা ইউসুফকে খুজতে ছাদের দিক গেলে সেখানে দরজা খোলা পাই, তবে কারো দেখা মেলেনি। এরপর বাড়ির বাহিরে খুজতে শুরু করলে চাচা ইউসুফকে পুকুরের ঘাটলায় উপুর হয়ে পড়ে থাকতে দেখি।

পরিবারের এই দুই নারী সদস্যদের দাবী কিভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তারা কিছুই জানেন না। এমনকি রাতে ঘুমানোর পর কোন সারাশব্দও পাননি। তবে ঘরের ভেতরের একটি আলমিরা থেকে কিছু অলংকার খোয়া গেছে বলে জানান মিশরাত। এরবাহিরে আর কিছু খোয়া গেছেন কিনা তা এখনও বলতে পারছেন না।

এদিকে কুয়েত প্রবাসী আঃ রব এর ছোটভাই হারুন অর র‌শিদ বলেন, আমার মেঝো বোন মমতাজের স্বামী শ‌ফিকুল ইসলাম দুই দিন আগে নিজ বা‌ড়ি স্বরূপকাঠি থেকে এ বা‌ড়িতে বেড়াতে আসেন। আবার দুইদিন পরে তার ঢাকায় যাওয়ার কথাও ছিল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট