বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আজিম নামে এক শিশুর পরিবারের সন্ধান পেতে ফেসবুকে পোস্ট করছে পুলিশ। বুধবার রাতে শিশুটির স্বজনদের খোঁজ চেয়ে ওসি দশমিনা থানা পটুয়াখালী আইডি থেকে একটি পোস্ট করা হয়।
পোস্টটিতে লেখা হয়েছে-
‘বেশি বেশি শেয়ার দিয়ে শিশুটিকে তাহার পিতা-মাতার নিকট হস্তান্তরে সহায়তা করুন।
ছেলেটির নাম আজিম। বাবা-মায়ের নাম বলতে পারে না। শিশুটির বয়স অনুমান ৬/৭ বছর। নাম ঠিকানা জিজ্ঞাসা করলে ছেলেটি জানায়, তার বাড়ি ঢাকা সদরঘাট, দেশ খুলনা। আরও বলে যে সদরঘাটের লঞ্চে ঘুমাত, লঞ্চের লোকজন তাকে খাবার দিত। দিনের বেলা লঞ্চ টার্মিনালে ঘোরাঘুরি করত। শিশুটি এমভি পারাবত-৭ লঞ্চে করে দশমিনায় আসে। বর্তমানে শিশুটি দশমিনা থানা পুলিশের হেফাজতে আছে।
কেহ যদি শিশুটির পরিচয় জানেন তাহলে নিম্নে দেয়া নাম্বারে যোগাযোগ করুন।
(১) অফিসার ইনচার্জ (দশমিনা থানা) ০১৭১৩৩৭৪৩২১
(২) ডিউটি অফিসার (দশমিনা থানা) ০১৭৬৯৬৯৪২০৪’
পুলিশের আইডি থেকে খোঁজ চাওয়া পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হচ্ছে। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।