বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রাজধানীতে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে একটি বিআরটিসি দোতলা বাসে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিতে কাওরান বাজার এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়। এ ঘটনায়ও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।