বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভ্যাপসা গরম আরও কয়েক দিন থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অন্তত দু-তিন দিনের আগে এই গুমোট পরিস্থিতি কাটবে না। এ সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তা গরম কাটানোর জন্য যথেষ্ট নয়।
আবহাওয়াবিদ আবদুল মান্নান প্রথম জানান, ভাদ্র মাসের শুরুতে বৃষ্টি হয়েছে। তবে এখন মৌসুমি বায়ু কিছুটা কম সক্রিয় রয়েছে। তাই আগামী দুদিন বৃষ্টি কম হবে। বিশেষ করে ঢাকাসহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি কম হবে। তবে উত্তরাঞ্চলে বৃষ্টি তুলনামূলক বেশি হতে পারে। তার মানে এই নয় যে মুষলধারায় বৃষ্টি হবে। এ কারণে গরমের ভ্যাপসা অনুভূতি আরও কয়েক দিন থাকবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী কয়েক দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।