বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দি বরিশাল ডেস্ক।। আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্য কমে যাওয়ায় প্রথমবারের মতো খোলা বাজার থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করতে যাচ্ছে সরকার। এর ফলে সাশ্রয়ী মূল্যে এলএনজি আমদানি সম্ভব হবে বলে মনে করছে সরকার।
বুধবার অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি আমদানিসহ এক হাজার ৭৯৫ কোটি টাকার ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতায় পেট্রোবাংলাকে সিঙ্গাপুরের ভাইটোল এশিয়া পেট্রোলিয়াম লিমিটেডের থেকে ৩৪ লাখ ৪৯ হাজার ২০০ এমএমবিটিই এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে ১৩২ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা।
অর্থমন্ত্রী বলেন, আমরা এবারই প্রথম খোলা বাজার থেকে এলএনজি কিনতে যাচ্ছি। আগে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তির মাধ্যমে আমদানি করতাম। এখন খোলা বাজার থেকে কেনা হচ্ছে। এতে নতুন একটা জানালা আমাদের জন্য খুলে গেল।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে সরকার এলএনজি আমদানি শুরু করেছে। বর্তমানে কাতার গ্যাস ও ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের সঙ্গে দুটি দীর্ঘ মেয়াদি চুক্তির মাধ্যমে এলএনজি আমদানি করছে। ফলে বছরের বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বাজারে এই গ্যাসের দাম কমে গেলে সরকারের কেনার সুযোগ থাকে না।
সূত্র: ডেইলি বাংলাদেশ