খোলা বাজার থেকে এলএনজি আমদানি করবে সরকার - The Barisal

খোলা বাজার থেকে এলএনজি আমদানি করবে সরকার

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২০, ০১:৪১
  • 783 বার পঠিত
খোলা বাজার থেকে এলএনজি আমদানি করবে সরকার
সংবাদটি শেয়ার করুন....

দি বরিশাল ডেস্ক।। আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্য কমে যাওয়ায় প্রথমবারের মতো খোলা বাজার থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করতে যাচ্ছে সরকার। এর ফলে সাশ্রয়ী মূল্যে এলএনজি আমদানি সম্ভব হবে বলে মনে করছে সরকার।

বুধবার অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি আমদানিসহ এক হাজার ৭৯৫ কোটি টাকার ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতায় পেট্রোবাংলাকে সিঙ্গাপুরের ভাইটোল এশিয়া পেট্রোলিয়াম লিমিটেডের থেকে ৩৪ লাখ ৪৯ হাজার ২০০ এমএমবিটিই এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে ১৩২ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা।

অর্থমন্ত্রী বলেন, আমরা এবারই প্রথম খোলা বাজার থেকে এলএনজি কিনতে যাচ্ছি। আগে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তির মাধ্যমে আমদানি করতাম। এখন খোলা বাজার থেকে কেনা হচ্ছে। এতে নতুন একটা জানালা আমাদের জন্য খুলে গেল।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে সরকার এলএনজি আমদানি শুরু করেছে। বর্তমানে কাতার গ্যাস ও ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের সঙ্গে দুটি দীর্ঘ মেয়াদি চুক্তির মাধ্যমে এলএনজি আমদানি করছে। ফলে বছরের বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বাজারে এই গ্যাসের দাম কমে গেলে সরকারের কেনার সুযোগ থাকে না।

সূত্র: ডেইলি বাংলাদেশ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট