বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় মদদদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ আবেদন করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। শুনানি শেষে আদালত এই আবেদন খারিজ করে দেন।
মামলার বাদী এবি সিদ্দিকী বলেন, এই হামলার প্রধান পরিকল্পনাকারী হচ্ছেন খালেদা জিয়া। তিনবার তদন্ত করার পর তাকে আসামি করা হয়নি। তাকে বাদ দিয়ে এই মামলা হতে পারেন না। তাকে বাদ দেওয়া হলে এই মামলা টায় খারিজ করে দেওয়া উচিত।