বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালীর উদ্যোগে একটি
ফার্মেসী ও একটি গ্যাস সিরিন্ডার দোকানে ২৭ হাজার টাকা জরিমানা আদায়।
গতকাল বৃহষ্পতিবার দুপুর আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানার বাস স্টান্ড এবং হেতালিয়া বাধঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ফামের্সীতে ঔষধের গায়ে মেয়াদ
উত্তীর্ণ এর তারিখ না লেখা এবং সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যের অপরাধে মেসার্স রিজিয়া ড্রাগ হাউজ এর মালিক মোঃ জুয়েল আহম্মেদ (৪০)কে ২৫,০০০ টাকা এবং রাজা টেলিকম গ্যাস সিলিন্ডারের দোকানের মালিক মোঃ হাবিব রাজা (৫১)কে ২০০০ টাকা সহ সর্বমোট ২৭,০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫২ ধারা মোতাবেক উক্ত অর্থদন্ড প্রদান করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান জানান।