বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ০৩ সেপ্টেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে সেলিম হাওলাদার (৪০) নামের এক
ব্যবসায়ি মারাত্মক জখম হয়েছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মহিপুর খান বরফ মিল সংলগ্ন এলাকায়।
স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরন করেন। পুলিশ এ ঘটনায় চা দোকানী বাহারকে আটক করেছে। এছাড়া ঘটনাস্থলে গিয়ে ছুরিটি উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিপুরের চায়ের দোকানী বাহার ও সেলিমের সাথে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়
বাহারের দোকানে থাকা একটি ছুরি দিয়ে সেলিমের বুকে কোপ দেয়। এতে সে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক আহত সেলিমকে কলাপাড়া হাসপাতালে
নিয়ে যাওয়া হয়। এসময় স্থানীয়রা বাহারকে আটক করে মহিপুর থানা পুলিশকে খবর। পুলিশ ঘটনাস্থ গিয়ে ছুরি সহ তাকে আটক করে। আহত সেলিম হাওলাদার মহিপুরের মৎস্য বরসায়ি। তার বাড়ি নজিপুর গ্রামে বালে জানা গেছে ।
ছুরিকাঘাতে আহত সেলিম’র মেয়ে জামাই রাসেল বলেন, ছুরিটি বুকে প্রায় তিন ইঞ্চি ঘঢুকে গেছে। এতে ফুসফুসে আঘাত লেগেছে। বর্তমানে সে বরিশাল হাসপালে চিকিৎসাধীন রয়েছে। মহিপুর থানার ওসি (তদন্ত) মো.মিজানুর রহমান, এ ঘটনায় একজকে আটক করা হয়েছে। এছাড়া চাকুটি জব্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।