বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এম,নোমান চৌধুরী, চরফ্যাসন প্রতিনিধি।।
পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম এমপি বলেন, বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হওয়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।
নদী ভাঙ্গন রোধে আওয়ামীলীগ সরকার সফল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে আমি ভোলার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করতে এসেছি। যেসব এলাকা ভাঙ্গন কবলিত হয়েছে সেসব এলাকা নদী ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে।
ভোলায় ইতোমধ্যে ৩৪ কিলোমিটার এলাকা ব্লক স্থাপন করা হয়েছে।
বাকী ১৭ কিলোমিটার ভাঙ্গন কবলিত এলাকা সিসি ব্লক স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
শুক্রবার বিকেলে ভোলার চরফ্যাশনের মেঘনার ও তেঁতুলিয়া ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন ভোলা ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পানি সম্পদ মন্ত্রনালয়ের মহাপরিচালক এ এম আমিনুল হক, অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, প্রমুখ।
এ আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী দৌলতখান ও তজুমদ্দিনের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।