বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সাউথ এশিয়ান (এস এ) গেমসের মহিলা ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতলো বাংলার বাঘিনীরা। রুদ্ধশ্বাস ম্যাচের ফলাফল নির্ধারিত হয় শেষ বলে। টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯১ রান তোলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন নিগার সুলতানা। আর ফাহিমা ও সানজিদা করেন ১৫ রান করে। লঙ্কান বোলার থিমাসিনি ৮ রানে নেন ৪ উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৮৯ রানে আটকে যায় শ্রীলঙ্কা।