বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মোঃ মিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও
২০০ কেজি পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন মনপুরা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মাহিদুল ইসলাম।
রোববার (০৬ সেপ্টেম্বর) সকাল ৮ টায় নোয়াখালী থেকে পলিথিন বোঝাই করে মনপুরায় আনার পথে ২০০ কেজি অবৈধ পলিথিন আটক করা হয়। এদিকে দুপুর ২টায় উপজেলার চর সামছুদ্দিন, লতার চর ও চর কলাতলী সংলগ্ন মেঘনায় অভিযান
চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে কোস্ট গার্ড। পরে উপজেলার নায়েবের হাট ঘাটে এনে আটককৃত কারেন্ট জাল ও পলিথিন
পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মনপুরা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ নাছির মহাজন, সাবেক ইউপি মেম্বার মোঃ ফারুক হোসেন ও গণমাধ্যমকর্মীরা।