বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাউফলে রাতের আধাঁরে আবুল কালাম আকন (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তাকে মূমূর্ষ অবস্থায় স্পীডবোটে বরিশাল নেয়া হয়েছে। তাকে বরিশালের একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
সোমবার (৮ সেপ্টম্বর) রাত সাড়ে নয়টার দিকে বাউফলের কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আবুল কালাম আকন ওই গ্রামের মৃত আজিজ আকনের ছেলে। সে কেশবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার মমিনপুর বাজারে ওষুধের ফার্মেসী রয়েছে।
আবুল কালাম আকনের বড় ভাই কেশবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান জানান, প্রতিদিনের মতো কালাম রাত সোয়া নয়টার দিকে ফার্মেসী বন্ধ করে বাড়ি ফিরছিল। রাত সারে নয়টার দিকে বাড়ি ঢোকার দড়জার মাঝামাঝি পর্যন্ত এলেই মুখোস পড়া কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে গুরুতর জখম করে। ভাইয়ের চিৎকারে আমরাসহ আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। কালামের প্রচুর রক্তক্ষরণ দেখে আমরা তাকে স্পীডবোটে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালে পাঠাই। আজ মঙ্গলবার সকালে তার জ্ঞান ফিরেছে। কালাম আকনের স্বজনরা জানায়, গত ২ আগস্ট কেশবপুর বাজারে জোড়া খুন হওয়ার পর কেশবপুর ইউনিয়নে আইন-শৃংখলার চরম অবনতি ঘটেছে। মানুষ তাদের জানমাল নিয়ে শংকার মধ্যে দিনাতিপাত করছেন। অনেকের গরু- বাছুর লুট তরাজ হয়েছে। অনেকে এলাকাছাড়া রয়েছেন। এ প্রসংগে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মমিনপুরের ঘটনা তাদের জানা নাই। কেশবপুরের আইন-শৃংখলার অবনতির কথাও তিনি অস্বীকার করেন।